প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এরশাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সংসদ অধিবেশন চলার সময় সোমবার মাগরিবের নামাজের বিরতিতে প্রধানমন্ত্রীর সংসদের কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় তারা প্রায় ৩০ মিনিট কথা বলেন বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বৈঠকের কথা জানিয়েছে। এরশাদের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সামনে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণও ঘনিয়ে আসছে। বৈঠকে এসব বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সরকারের সমালোচনা করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে আসছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন