প্রেমের টানে আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে ডাক্তার তরুণী!
ভালোবাসার টানে সুদূর আয়াল্যান্ড থেকে বিয়ানীবাজারে ছুটে এলেন ডা.ইফা রায়ান। যথারীতি বাঙালির নারীর বিয়ের চিরায়িত রূপ লাল বেনারসি শাড়ি পরে বসলেন বিয়ের পিঁড়িতে।
বুধবার দুপুরে স্থানীয় বারইগ্রামবাজার রোডস্থ লাকি বেনকিউটিং হল-এ বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের বাসিন্দা তাজ উদ্দিনের পুত্র মাহবুবুর রহমানের সঙ্গে তার এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে আয়ারল্যান্ড থেকে এসেছেন ইফা’র মা ক্যাটরিনা রায়ান, বাবা জন রায়ান ও ভাই অউন রায়ান।
এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ওআত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। জানা যায়, ২০০৯ সালের দিকে স্টুযেন্ট ভিসা নিয়ে আয়ারল্যান্ডে পাড়ি জমান বিয়ানীবাজারের মাহবুবুর রহমান। সেখানে আয়ারল্যান্ডের কিলকেনি থমাস টাউন এলাকার অধিবাসী জন রায়ানের মেয়ে ডা. ইফা রায়ানের সঙ্গে পরিচয় ঘটে তার।
পরিচয় থেকে প্রণয়। তারপর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ভালোবাসার পানসি করে ইফা স্ব-পরিবারে মাহবুবুর রহমানের সঙ্গে চলে আসেন বাংলাদেশে। মাহবুবুর রহমান সেখানে একটি ব্যাংকে কর্মরত এবং ইফা রায়ান ডাক্তারি পেশায় নিয়োজিত রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন