মাত্র দুই সেকেন্ডে চার্জ হবে এই স্মার্টফোন!

শিরোনাম দেখে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু এমনটিই ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ডিক্সেল ইউনিভার্সিটির একদল গবেষক।

প্রফেসর জুরি গোগোটসি নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়টির ওই গবেষক দল জানিয়েছে, তারা এমন ধরনের উপাদান আবিষ্কার করেছেন যা দিয়ে ফোনের ব্যাটারি তৈরি করলে এটি মাত্র দু-এক কয়েক সেকেন্ডে চার্জ হবে।

‘এমেক্সেন’ নামে আবিষ্কৃত উপাদানটি সাধারণ ব্যাটারিতে ব্যবহৃত উপাদান থেকে সম্পূর্ণ আলাদা। এই উপাদানের তৈরি ব্যাটারির আয়ন দ্রুত চার্জ নিতে সক্ষম।

জুরির দেয়া তথ্য অনুযায়ী, তারা এই উপাদান তৈরির জন্য ২০১১ সাল থেকে কাজ করছেন। তারা আশাবাদী যে এই উপাদান দিয়ে ভবিষ্যতে ব্যাটারি তৈরি করলে তা কয়েক সেকেন্ডে চার্জ হবে। তবে এই উপাদানে তৈরি ব্যাটারির জন্য তিন বছর অপেক্ষা করতে হবে।