ফখরুলের সঙ্গে সাক্ষাতে যা বললেন খালেদা জিয়া
কারাগারে বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলেও মনোবল অটুট আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ আগস্ট) বিকেলে পুরান ঢাকার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে এক ঘন্টা সাক্ষাত শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন সংগ্রাম চলছে, তাতে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সবাইকে সতর্ক সজাগ থাকারও আহবান জানিয়েছেন।
খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে বিকেল ৪টা ২ মিনিটে কারাগারে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। ৫টা ৫ মিনিটে তিনি বেরিয়ে আসেন। সাক্ষাতকালে তিনি একাই ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন