কোপা আমেরিকা কাপ
ফাইনালের আগেই যৌথভাবে সেরা ফুটবলার মেসি-নেইমার
কোপা আমেরিকায় ফাইনালের আগে যৌথভাবে সেরা ফুটবলার নির্বাচত হয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমার।
রিও দে জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
মুকুট ধরে রাখার মিশন তিতের দলের। লিওনেল স্কালোনির দল লড়বে ১৯৯৩ সালের পর এ মুকুট ফিরে পাওয়ার আশায়।
ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রাপ্তির খাতা খুব একটা উজ্জ্বল নয়। জিতেছেন কেবল ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। ২০১৯ সালের কোপা আমেরিকায় খেলতে পারেননি চোটের কারণে; দর্শক হয়ে দেখেছেন সতীর্থদের শিরোপা উৎসব।
অন্যদিকে বার্সেলোনার জার্সিতে ক্লাব ফুটবলে মুঠোভরে পাওয়া মেসির জাতীয় দলের হয়ে অর্জন শূন্য। দুজনেই লড়বেন কোপা আমেরিকার প্রথম শিরোপা স্বাদ পাওয়ার অভিন্ন লক্ষ্যে।
২০১৯ সালের আসরে সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। নেইমারকে ছাড়াই আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। পরে পেরুকে উড়িয়ে দিয়ে জিতেছিল শিরোপা। ওই আসরে চিলিকে হারিয়ে তৃতীয় হয়েছিল মেসির আর্জেন্টিনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন