নরসিংদীতে বিধিনিষেধ অমান্যে ৯০ হাজার ৫ শত টাকা জরিমানা

নরসিংদীতে চলমান লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জেলা প্রশাসন জানায়, জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় আদালতের বিচারকগণ মন্ত্রীপরিষদ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭২টি মামলায় ৯০ হাজার ৫ শত ৫০ টাকা জরিমানা করেন। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণের সাথে দায়িত্ব পালন করেন।