ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন রাই, নিহত ১২

ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ‘টাইফুন রাই’। এ ঘটনায় অন্তত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩ লাখের বেশি মানুষ বাড়িঘর এবং সমুদ্র সৈকতের রিসোর্টগুলো থেকে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

ফিলিপাইনের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) যখন ‘সুপার টাইফুন’ রাই আঘাত হেনেছিল তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল)। শুক্রবার সকালে গতিবেগ কমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার হয়।

টাইফুনে নিহতদের সবাই দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র পালাওয়ান দ্বীপের। তবে টাইফুনে সিয়ারগাও, ভিসায়াস এবং মিন্দানাও দ্বীপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক রিকারডো জালাড।

ফিলিপাইনের একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি ডেনিস দাতু বার্তা সংস্থা এএফপিকে বলেন, সিয়ারগাও দ্বীপের প্রতিটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিয়ারগাও দ্বীপের বাসিন্দারা হতভম্ব ও উদভ্রান্ত, শহরে বোমা পড়লে বা সামরিক আগ্রাসন শুরু হলে মানসিক অবস্থা যেমন হয়।

সূত্র: এএফপি