ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ভারতকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে জিতলেও বাংলাদেশের খেলায় ফুটবলীয় সৌন্দর্য ছিল না। ভারতও খেলতে পারেনি টুর্নামেন্ট ফেভারিটের মতো। মাঝমাঠ ব্যবহার না করে দুদলই লম্বা পাস খেলে সরাসরি আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। সেগুলো দানা বেঁধে ওঠার আগেই বিপদমুক্ত।

শারীরিকভাবে পিছিয়ে থাকা দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে বল বাতাসে বেশি থাকলে সে খেলা চোখের জন্যও খুব কষ্টকর। গোলটি ছাড়া বাংলাদেশের মাত্র দুটি গোলের সুযোগ পেয়েছিল। কয়েকবার বাংলাদেশের রক্ষণভাগে ঝাঁকুনি দিতে পারলেও গোলে ভারতের শট ছিল মাত্র একটি।

ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র। ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার। এ জয়ের ফলে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে মারিয়া মান্ডার দল। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট।

পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠার পাশাপাশি ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের। রোববার (১৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।