ফের নতুন ডিসি পেলো ১২ জেলা
আবারও ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম-সচিব রাব্বী মিয়াকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মোহাম্মদ মোখলেছুর রহমান সরকারকে গোপালগঞ্জ জেলা প্রশাসক, উম্মে সালমা তানজিয়াকে ফরিদপুর জেলা প্রশাসক, মুহাম্মদ হুমায়ূন কবীরকে গাজীপুর জেলা প্রশাসক, বেগম শায়লা ফারজানাকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, মো. শওকত আলীকে রাজবাড়ী জেলা প্রশাসক করা হয়েছে।
এ ছাড়া তপন কুমার বিশ্বাসকে বাগেরহাট জেলা প্রশাসক, ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহ জেলা প্রশাসক, মো. তোফায়েল ইসলামকে মৌলভীবাজার জেলা প্রশাসক ও এনামুল হাবিবকে রংপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া ১২ জেলার নতুন ডিসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম-সচিব পদমর্যাদায় সংযুক্ত ছিলেন।
অচিরেই এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে গত ১১ জুন দেশের ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার। পরে ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন জেলা প্রশাসক নিয়োগের আদেশ জারি করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন