বইমেলায় আহমাদুল্লাহ আশরাফের ‘শেষ প্রহরে আশার আলো’
একজন লেখকের দায়বদ্ধতা সীমাহীন। সীমিত পরিসর ও কুঞ্চিত পরিবেশের কারণে সবসময় সেই দায় মেটানো সহজ কথা নয়। তবু একজন লেখককে লিখে যেতে হয়। নানা কারণে লিখতেই হয়। ‘শেষ প্রহরে আশার আলো’ বইটিও যাচিত বিষয়েরই নির্মল প্রকাশ।
বইটিতে উঠে এসেছে যাপিত জীবনের ঝাঁপি থেকে নেওয়া একগুচ্ছ জীবনের গল্প। যা শুধু গল্পই নয়; গল্পগুলোর নেপথ্যে রয়েছে এক-একটি সত্য ঘটনা। মনস্তাত্ত্বিক অবক্ষয়ে ক্ষয়িষ্ণু জীবনযাপনে অভ্যস্ত, তথাকথিত আধুনিকতার জোয়ারে মোহগ্রস্ত ও অবিরাম মরীচিকার পেছনে ছুটে চলা ব্যতিব্যস্ত মানুষগুলোর সত্যিকারার্থে ‘মানুষ’ হয়ে ওঠার অনুপ্রেরণাময় বিচিত্র চিত্রের চিত্রায়িত রূপ বইটি। জীবনের কঠিন অঙ্কের সহজ হিসেব অঙ্কিত হয়েছে বইটির পাতায় পাতায়। কলমের কালো হরফে তুলে এনেছে এ-কালের আকালের কথা।
এ প্রজন্মের উত্তরণ ও পরবর্তী প্রজন্মের প্রশ্নের উত্তর রয়েছে গল্পের ভাঁজে ভাঁজে। পৃষ্ঠার খাঁজে খাঁজে। ‘শেষ প্রহরে আশার আলো’ বইটির মাধ্যমে আশার আলো ফুটুক তমসাচ্ছন্ন পরিবেশে! দীপ জ্বেলে যাক সমাজের প্রতিটি স্তরে!
বই : শেষ প্রহরে আশার আলো
লেখক : আহমাদুল্লাহ আশরাফ
ধরন : ছোট গল্প
প্রকাশনী : নবডাক প্রকাশন
প্রচ্ছদ : আহমাদুল্লাহ আশরাফ
মুদ্রিত মূল্য : ১২০/-
অর্ডার মূল্য : ৯০/-
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন