বগুড়ায় মহাসড়ক অবরোধ, মোটরসাইকেল ও গাড়িতে আগুন-ভাঙচুর

বগুড়ায় সকাল থেকেই ঢাকা-রংপুর ও বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুই মহাসড়কের বনানী ও মাটিডালি এলাকায় অবস্থান নিয়ে লাঠিসোটা হাতে বিক্ষোভ করে তারা।

সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সদরের এরুলিয়া এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের দুটি বাস এবং মাটিডালিতে একই সময় আরেকটি শাহ ফতেহ আলী পরিবহনে ভাঙচুর চালায়। এছাড়াও মাটিডালি এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাক ভাঙচুর করে অবরোধকারীরা। শাজাহানপুরের বনানী বেতগাড়ি এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের তিনটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে দেয় বিএনপি-জামায়াত কর্মীরা।

এই এলাকায় তারা আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে খবর পাওয়া যায়। অবরোধকারীদের এমন অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ফলে দুই পাশে সব ধরনের যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে কোন সংঘর্ষ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, অবরোধে নাশকতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই টহল শুরু করে। পুলিশ, র‌্যাব ও বিজিবি’র কঠোর তৎপরতায় মহাসড়ক থেকে অবরোধকারীরা সরে যায়। পরে তাদের প্রহরায় মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।

অপরদিকে বগুড়া শহরের মাঝে অবরোধের কোন প্রভাব পড়েনি। শহরের সব ধরনের যান চলাচল ছিল স্বাভাবিক। খুলেছে বেশিরভাগ দোকানপাট, অফিস-আদালতের কার্যক্রম চলেছে স্বাভাবিকভাবেই। সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা দখলে রাখে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের প্রতিবাদে সকালে শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। তবে অবরোধের কারণে দূরপাল্লার গাড়ি চলাচল কম থাকায় এদিন শহরে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।