বগুড়ার শিবগঞ্জে মহান মে দিবস পালিত

শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবীতে বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

পহেলা মে সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সোনালী ব্যাংক চত্বর থেকে শিবগঞ্জ উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, উপজেলা রিক্সা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়ন ও উপজেলা মৎস্য খামার শ্রমিক ইউনিয়ন পৃথক পৃথক ভাবে র‌্যালী বের করে।
র‌্যালী শেষে সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মোয়াজ্জেম হোসাইন, মিজানুর রহমান, আব্দুল করিম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, মৎস্য খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোকছেদ আলী, রিক্সা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন। এসময় উপস্থিত ছিলেন শাহ সুলতান সাকিন, আবু জাফর, রুবেল, আনোয়ারুল ইসলাম, স্বাধন চন্দ্র দাস, ছাইদুল ইসলাম, শাহ জামাল প্রমুখ।

এছাড়াও শিবগঞ্জ গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদ, উপজেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ শিবগঞ্জ উপজেলা শাখা, শিবগঞ্জ থানা মোটর শ্রমিক বিশ্রামাগার ও শিবগঞ্জ বন্দর কুলি শ্রমিক ইউনিয়ন র‌্যালী ও আলোচনা সভা করেছে।