বগুড়ার শিবগঞ্জে রাস্তার বটগাছ কর্তনের অভিযোগ গ্রামবাসীর বিরুদ্ধে!
বগুড়ার শিবগঞ্জে রাস্তার পার্শ্বের সরকারি বট গাছ কর্তনের অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত ৩মে ভোরে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের পাকা রাস্তার পাশে।
স্থানীয়সূত্রে জানা যায়, গত প্রায় ১৫ পূর্বের নিশ্চন্তপুর গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থী আহসান হাবিব, এমএস তৌফিক হোসেন, ইমতিয়াজ সরকার, রাহুল, রিপনসহ কয়েকজন বন্ধু মিলে নিশ্চনপুর গ্রামে রাস্তার পার্শ্বে একটি বটগাছ রোপন করে। পথিকের ও স্থানীয় কৃষকদের বিশ্রামের এবং রাস্তা ভাঙ্গন রোধে, পরিবেশের ভারসাম্য রক্ষার্থের উপলব্ধি থেকেই গাছটি রোপন করা হয়। গাছটি রোপন করার পর থেকে শিক্ষার্থীরা বটগাছটির দেখভাল করে আসছিলো। ১৬বছরে গাছটি বেশ বড় এবং মোটা হয় এবং বট গাছের ডাল পালা বিস্তার লাভ করে।
ঐ গ্রামের বাসিন্দা ও সে সময়ে গাছ রোপনকারী এমএম তৌফিক হোসেন বলেন, গত ৩মে আমাদের নিশ্চিন্তপুর গ্রামের ফারাজের ছেলে গোলাপ (৬২), মৃত আঃ গফুরের ছেলে সৈকত (২৭), ফজলার রহমানের ছেলে মোকাদ্দেস (৩৮) ও আকবরের ছেলে রিজ্জাকুল (৫০) অসৎ উদ্দেশ্য গাছটি কেটে ফেলে। যার আনুমানিক বাজার মূল্য ৭-৮হাজার টাকা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, গাছ কর্তনের বিষয়টি সরেজমিনে দেখার জন্য ইউনিয়ন তহশিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন