বগুড়ার শিবগঞ্জে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সহায়তায় মুদির দোকান পেল প্রতিবন্ধী
বগুড়ার শিবগঞ্জে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সহায়তায় স্ট্রোকজনিত দুইজন প্রতিবন্ধী ব্যক্তিকে মুদির দোকান প্রদান করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ছোট হাটপাড়া গ্রামের প্রতিবন্ধী ফরিদ ও বগিলাগাড়ী গ্রামের প্রতিবন্ধী বাবলুকে এ দোকান ঘরগলো প্রদান করা হয়।
হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক শামিম তালুকদারের সভাপতিত্বে দোকান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপুল সরকার, মেডিকেল অফিসার ডাঃ এইচ এম ইমরান, ডাঃ ফারাহ তাবাসুম বন্যা, হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক ইমরান, শামিম, নাইম, তুহিন প্রমূখ।
দোকান ঘর পেয়ে বগিলাগাড়ী গ্রামের প্রতিবন্ধী বাবলু বলেন, চিকিৎসার জন্য আমার জমানো ও জমি বিক্রির টাকা শেষ হয়েছে। এখন আমার ঔষধ কেনার সামর্থ নেই। প্রতিমাসে আমার প্রায় চার হাজার টাকার ঔষধ কিনতে হয়। হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সহযোগীতায় মুদির দোকান পেয়ে যে লাভ হবে তা দিয়ে আমার ঔষধ কেনার টাকা হয়ে যাবে। পাশাপাশি আমার সংসারও চলবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল ইসলাম তার বক্তব্যে বলেন, অসহায় ও সমাজের পিছিয়ে পরা মানুষের জীবনমান উন্নয়নের জন্য হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন যে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের যেকোন মানবিক কাজে আমরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সার্বিক সহযোগীতা করবো।
এর আগে অতিথিরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের আয়োজনে দহিলা ঈদগাহ মাঠে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন