বগুড়ার শিবগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে পালিত হলো ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীদের আয়োজনে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় র‌্যালী শেষে উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, সহকারী কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুর রউফ রুবেল, রবিউল ইসলাম রবি, রশিদুর রহমান রানা, সাজু মিয়া, সমবায়ীদের মধ্যে আব্দুর রহিম, শফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা কেএম তানভির মোস্তফা, ফেরদৌস আরা প্রমুখ।

অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী হিসাবে আইডিয়াল ক্ষুদ্র ব্যবসায়ী সমাবায় সমিতি লিঃ, বেলাভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, মহাস্থান স য় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, বন্ধন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে নির্বাচিত হয়েছে। এছাড়াও মাঝপাড়া একতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাছির উদ্দিন, সবুজ বাংলা কৃষি সমবায় সমিতি লিঃ শাহজাহান আলী ও প্রগতি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ইউসুফ আলীকে ব্যক্তিগত অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।