বগুড়ায় আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় ৮ নারী-পুরুষ আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/203839_bangladesh_pratidin_bogra-1.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা পর জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের টিকিট ঘরের পশ্চিম পাশে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাথী (২৩), মিথিলা (২০), প্রিয়া (১৯), হাবিব হোসেন (১৮), সৈকত (২৫), ইমাম (১৯), আরিয়ান (১৯) ও আতিক (১৯)।
পুলিশ জানায়, হোটেলটিতে অসামাজিক কার্যক্রম চলার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানকালে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, পুলিশি অভিযানের সময় হোটেল ম্যানেজার কৌশলে পালিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে মামলার পর জেলহাজতে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন