বগুড়ার মহাস্থানে বজ্রপাতে ৬জন জুয়ারু আহত!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/Pic-3.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে ৬ জন আহত হয়েছে।
রবিবার বিকাল ৪টার দিকে মহাস্থানগড় এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ৩জনকে আশংকাজনক অবস্থায় শজিমেকে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৪টায় গড়মহাস্থান উত্তরপাড়ার মোবারকের চাপর নামক ইউক্যালিপটাসের বাগানে জুয়া খেলা অবস্থায় বজ্রপাতে ৬জন জুয়ারু আহত হয়।
আহতরা হলেন, ঐ এলাকার জালুর পুত্র জুয়েল, শফিকুলের পুত্র সুমন, আইয়ুবের পুত্র মোমিন, কিয়ামতের পুত্র এলিম, আলাউদ্দিনের পুত্র রব্বানী ও মৃত আবুলের পুত্র মন্টু।
এদের মধ্যে শফিকুলের পুত্র সুমন, কিয়ামতের পুত্র এলিম ও আলাউদ্দিনের পুত্র রব্বানীকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তারা আরও জানান ঐস্থানে এলাকার কিছু যুবক একত্রিত হয়ে প্রায়ই জুয়া খেলতো।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়াম্যান শফিকুল ইসলাম শফি বলেন, কিছু যুবক জুয়া খেলার সময় বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় ৩জনকে মেডিকেলে নেওয়া হয়েছে বলে শুনেছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন