বগুড়ার মহাস্থান হাইস্কুলের একাডেমিক ভবন উদ্বোধণ ও সুধী সমাবেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/Shibganj-pic-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জের মহাস্থান উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে অত্র বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শরিফুল ইসলাম জিন্নাহ্ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, বগুড়া জেলা যুব-সংহতির সদস্য সচিব হুসাইন শরিফ সঞ্চয়, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোত্তালেব, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইছানুর রহমান, যুব সংহতি নেতা ফজলুর রহমান প্রমুখ।
প্রসঙ্গতঃ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে এ একাডেমিক ভবন নির্মাণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন