বগুড়ার শিবগঞ্জের হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/Shibganj-pic-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ মার্চ সকাল ১০টা হতে শুরু হওয়া অনুষ্ঠান বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। বিকাল ৩টার দিকে করা হয় পুরস্কার বিতরণী । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি এমপি’র সহধর্মিণী মোহসীনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি, শিবগঞ্জ উপজেলা জাপা সাধারণ সম্পাদক এরফান আলী, অত্র প্রতিষ্ঠান প্রধান শাহজাহান আলীসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক, ও পাঁচ শতাঁধিক শিক্ষার্থীবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন