বগুড়ার শিবগঞ্জে ইউএনও’র অভিযান ফটোকপি মেশিন জব্দ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/received_499670395313119-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে পরীক্ষা চলাকালীন সময়ে ফটোকপির দোকানে ইউএনও’র অভিযান ফটোকপি মেশিন জব্দ, ৫শত টাকা অর্থদন্ড। সোমবার সকালে পৌর এলাকার স্কুল মার্কেটে উপজেলা নির্বাহী অফিসার ও এ·িকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, শিবগঞ্জ পৌর সদর এলাকার স্কুল মার্কেটের উপজেলা রোর্ডে আনোয়ার নামে এক ফটোকপি ব্যবসায়ী এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ফটোকপির দোকান খুলে রাখেন। উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাককজিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ব্যবসায়ী আনোয়ার এর ফটোকপি মেশিন জব্দ করেন এবং ৫ শত টাকা অর্থদন্ড করেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ফটোকপি মেশিন এর দোকান বন্ধ রাখার জন্য মাইকিং সহ সর্তক করে দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ ভাবে দোকান খুলে রাখার কারণে তার জরিমানা আদায় করা হয়েছে এবং ফটোকপি মেশিন জব্দ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন