খুলনার পাইকগাছায় ১৫ দিনেই ধসে পড়েছে কপোতাক্ষের ১২ লক্ষ টাকার বাঁধ

খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর বাজারের কপোতাক্ষের ভাঙ্গন প্রতিরোধে পাউবোর জরুরী ভিত্তিতে নির্মিত ১২০ মিটারের জিও ব্যাগের বাঁধটি মাত্র ১৫ দিনেই ধ্বসে পড়েছে। ফলে ফের ভয়াবহ হুমকির মুখে পড়েছে ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে সেখানে নির্মাণাধীন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (সি আর এম আই ডিপি) প্রকল্পের ৪ তলা ফাউন্ডেশনের দ্বিতল বিশিষ্ঠ গ্রামীণ মার্কেটের ভবনসহ বাজার, মাসজিদ ও হাটের বিস্তীর্ণ এলাকা।

এর আগে ভাঙ্গনের মুখে বাপাউবোর জরুরী ভিত্তিতে বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় ১১লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে মাত্র ১৫ দিন আগে জিও ব্যাগ দিয়ে পাইলিংয়ের কাজ করা হয়। তবে অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধটি মাত্র ক’দিনের ব্যবধানেই পানির চাপে ধসে পড়েছে। এসময় পাইলিংয়ের টানা (সরু তার) দিয়ে বাঁধা খুঁটাগুলি উপড়ে মাটিসহ জিও ব্যাগ নিয়ে পাইলিংটি নদীর পানিতে হেলে পড়েছে। ফলে নতুন করে বাঁধ এলাকায় বড় বড় ফাঁটল দেখা দিয়েছে। বর্তমানে নদীতে জোয়ারের প্রবল চাপে যেকোন সময় ভাঙ্গন প্রসারতা বৃদ্ধি পেয়ে গোটা বাঁধটি নিয়ে নদীর পানিতে ফেলবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অর্থায়নে বাঁধগুলো নির্মাণের আগে মূলত প্রি-ওয়ার্কের সময় প্রকল্পে পানির মধ্যেই লুটপাটের আয়োজন করা হয় বলেও মন্তব্য করেন স্থানীয়রা। এরপর ঠিকাদারদের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরস্পর যোগসাজসে যেনতেন ভাবে বাঁধটি নির্মাণ করে দূর্নীতি-অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে।

এবিষয়ে বাপাউবোর পাইকগাছা উপজেলা সহকারী প্রকৌশলী রাজু হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাঁধ নির্মাণের সময় তিনি ছিলেন না। এছাড়া জরুরী ভিত্তিতে বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় ১১.৭১ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়ন হলেও ঠিকাদার কে ছিলেন তা জানতেন না।