বগুড়ার শিবগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/06/received_2828905247370545.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে ১শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবাসীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে মোকামতলা এলাকার শংকপুর গাছুয়াপাড়া তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটকৃত সোহাগ মিয়া (২৫) শিবগঞ্জ উপজেলার চাকলমা গ্রামের জবেদ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলামের নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন মিয়া সহ সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান চালায়।
স্থানীয়রা জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে দেহ তল্লাশী করে শত পিচ ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মাদক নির্মূলের নিয়মিত অভিযানে ঐ যুবককে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন