বগুড়ার শিবগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

“শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনে আয়োজনের দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী শেষে শেখ রাসেলর ৫৯তম জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাসনিমুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এছাড়া উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তারক নাথ কুন্ডু, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রোগ্রামার কর্মকর্তা মাহফুজার রহমান ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অপরদিকে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করে। পরে পৌরসভা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, আওয়ামীলীগ এমদাদুল হক, শাহাবুদ্দিন শিবলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ছাইদুর রহমান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এছাড়াও অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে এ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতা শেষে বৃক্ষ রোপন করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রবিউল ইসলাম রবি