বগুড়ার শিবগঞ্জে ২১’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বগুড়ার শিবগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ মৌসুমে পাট ও উফসী আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৯’শ জন পাট চাষী ও ১২’শ জন আউশ ধান চাষীদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহসিন সহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপ- সহকারী কৃষি অফিসার বৃন্দ।
প্রসঙ্গত: প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ ও ২০কেজি করে সার বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন