বগুড়ায় বিপুল পরিমান বিয়ার ও মদসহ আটক-২

বগুড়ার গাবতলীতে বিদেশী মদ ও বিপুল পরিমান বেলজিয়াম বিয়ারসহ ২ জন আটক হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) রাতে উপজেলার সুখানপুকুর বন্দর এলাকার একটি পাটের গোডাউন থেকে মদ ও বিয়ারের চালন উদ্ধার করে গাবতলী থানা পুলিশ।

এ ঘটনায় ২জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো গাবতলী সদর ইউনিয়নের উনচুরখী সারপাড়া গ্রামের আব্দুর নুর মন্ডলের ছেলে মিনিট্রাক ড্রাইভার জাহাঙ্গীর আলম (৩৫) ও তার সহযোগী শ্যালক সোহেল (১৮)।

এ সময় মিনি পিকআপও (ঢাকা মেট্রো-ন-১৭-৬৬৫১) জব্দ করা হয়।

জানা গেছে, এলাকার একটি পাটের গোডাউনে থেকে বিদেশী মদ ও বেলজিয়াম বিয়ার পিকআপে তোলার সময় স্থানীয়রা টের পেলে পুলিশকে অবহিত করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পিকআপ ও গোডাউন চেক করে বিদেশী মদ (পাসপোস্ট) এবং ভ্যাট ৬৯ (৪) চার কাটুনের মধ্যে রেড় লেবেল ২ কাটুন, ১০০ পাইপার ১ কাটুন ও পাসপোস্ট মদসহ ৪৮ বোতল এবং একটি স্কুল ব্যাগে আরও ৫/৬টি মদের বোতল। এছাড়াও ২৬ কাটুন প্রায় ৬২০ পিচ বেলজিয়াম বিয়ার উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সুখানপুকুর পরাতন বন্দর এলাকার একটি সরকারী গুদামে দীর্ঘদিন আগে থেকে বিদেশী মদ ও বিয়ার গোপনে বিক্রি করে আসছিল মাদক ব্যবসায়ীরা।

আটককৃতরা পুলিশকে জানান, তাদেরকে বগুড়া শহরের জলেশ্বরীতলা নিয়ে যাওয়ার জন্য চেলোপাড়া থেকে ওই পিকআপটি ভাড়া করেছিল।

এবিষয়ে গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’