বগুড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সহযোগিতায় সোমবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত উপজেলার হাফিজার রহমান অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভ্যাচুয়ালে কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক রাজিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সহকারি কমিশনার (ভূমি) আজাহার আলী, থানা পুলিশ পরিদর্শক হাসমত-উল্লাহ, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, শহিদুল ইসলাম শহিদ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, বজলুর রহমান, সোহেল রানা মিন্টু, শাহাবুদ্দিন শিবলী, রবিউল ইসলাম রবি, সাজু মিয়াসহ অত্র উপজেলার সরকারি কর্মকর্তা, ইউনিয়নের সচিব, কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও ইমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন