বঙ্গবন্ধু ফিল্ম সিটি হবে পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র
ঢাকার অদূরে গাজীপুর জেলার সফিপুরের কবিরপুরে নির্মিত হচ্ছে ১০৫ একর (৩১৭ বিঘা) জমির উপর ফিল্ম সিটি। এর নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’, যেটি আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি হিসেবে নির্মিত হচ্ছে। এমনটাই জানান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ।
আজ ১৫ আগস্ট (মঙ্গলবার) জাতীয় শোক দিবসে এফডিসিতে বঙ্গবন্ধুর স্মরণে ভাবগম্ভীর্যের সাথেই দিনটি পালন করা হচ্ছে। সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তপন কুমার কথা বলেন, ‘২০১৫ সালের অক্টোবরের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত ছিল প্রাথমিক মেদায়কাল। যেটি বাড়ানো হয়েছে আরো এক বছর। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ব্যয় করা হচ্ছে ২০ কোটি টাকা। প্রাথমিকভাবে বাউন্ডারি দিয়ে চারপাশে ঘেরা হয়েছে।’
প্রথমধাপে যে কাজ হয়েছে তাতে প্রাথমিকভাবে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র যারা বানাতেন চান সেখানে গিয়ে করতে পারবেন। রাত্রি যাপন করতে পারবেন। সেক্ষেত্রে এফডিসির অনুমতি নিতে হবে বলে জানান এফডিসির এই কর্মকর্তা। তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপের প্রকল্পের কাজ এই বছর শেষ হবে না। আগামী বছর, ২০১৮ সালে শেষ হবে। সময় বাড়ানো হয়েছে কারণ ফিল্ম সিটিতে যাওয়ার যে রাস্তা ছিল সেটা ফিল্ম সিটিতে যাওয়া উপযোগী রাস্তা না।
৮০ ফুট চওড়া রাস্তা করা হবে। রাস্তার জন্য প্রকল্পটা সংশোধন করেই সময় বাড়িয়েছি। ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ নামের পুরো প্রকল্পটি ৩০০ কোটি টাকার। আধুনিক চলচ্চিত্রের যা যা দরকার সবই থাকছে সেখানে।’
বঙ্গবন্ধু ফিল্ম সিটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘ফিল্ম সিটি ১০৫ একক জমিতে সেটের মত করে তৈরি করা হবে পুরো বাংলাদেশ। সেখানে চাইলে বিদেশি পর্যটকরাও আসতে পারবেন। শুধু ফিল্মের জন্য বঙ্গবন্ধু ফিল্ম সিটি হবে তা নয়, এটি হবে একটি পূর্ণ বিনোদন কেন্দ্র।’
তিনি বলেন, এই প্রকল্পের কাজ নির্মাণাধীন হলেও গত বছরের মার্চ থেকে দরজা খুলে দেয়া হয়। ২০২১ সালের মধ্যে পরিপূর্ণ ফিল্ম সিটি প্রতিষ্ঠারর কাজ শেষ হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন