বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১৯৯০ সালের ০৩ আগস্ট “বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা” প্রতিষ্ঠিত হয়। শোককে শক্তিতে পরিনত করে, জাতির পিতার সোনার বাংলা গড়াই হোক ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি মিয়া মনসফ ভাই এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি, ঢাকা জেলা কমিটি, ঢাকা মহানগর কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ কমিটির সলকে নিয়ে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বক্তারা বলেন, হাটি হাটি পা পা করে আমরা ৩৩ বছর অতিবাহিত করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















