বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, এজন্য বিয়ের সিদ্ধান্ত নেওয়া ভুল
ফেসবুক খুললেই একের পর এক বন্ধুর বিয়ের ছবি। কিছুদিন ধরেই এই ট্রেন্ড দেখা যাচ্ছে। তা হলে কি সময় এসেছে গাঁটছড়া বাঁধার? কে জানে! তার ওপর আছে অভিভাবকদের চাপাচাপি। “ইটস্ হাইটাইম” বলে রিমাইন্ডার দিচ্ছে বাবা।
মায়ের বক্তব্য, “সবার হয়ে যাচ্ছে, এখন নয়, তো কখন”। নিজের খালা, এলাকার ফুফু সবাই বিয়ে দেওয়ার ব্যাপারে মহাব্যস্ত। এই ডাক্তার, সেই ইঞ্জিনিয়র পাত্রের সম্বন্ধ নিয়ে আসছে প্রতিদিন।
কিন্তু সবাই বিয়ে করে ফেলছে বলে, বিয়ে করতেই হবে, সেটাই বা কী ধরনের কথা! তবুও কোথাও একটা মন খারাপের রেশ থেকেই যায়। তবে বিয়ে হচ্ছে না দেখে মনমরা হলে চলবে না। বরং মনটাকে শক্ত করতে হবে। সঠিক সময় ঠিক আসবে, যখন কাউকে ঠিকই মনে ধরবে। তাঁকেই জীবনসঙ্গী হিসেবে পেতে ইচ্ছে করবে। ততদিন…
১. একা থাকাকে অভিশাপ বলে মনে করবেন না। বরং ক্যারিয়ারের দিকে নজর দিন। আরও উন্নতি করার চেষ্টা করুন।
২. ধৈর্য ধরুন। ছটফট করবেন না। এরই মধ্যে কাউকে পছন্দ হলে তাড়াহুড়ো করবেন না। দেখে নিন সেই ব্যক্তি আপনার উপযুক্ত কি না। তবেই ব্যাপারটাকে পরের ধাপে এগিয়ে নিয়ে যাবেন।
৩. এই সময় ব্যাঙ্ক ব্যালেন্স আরও মজবুত করে তুলুন।
৪. পারিপার্শ্বিক চাপে পড়ে, সবাই বিয়ে করছে দেখে, জাস্ট সেই কারণে বিয়ের সিদ্ধান্ত নেবেন না। আগে জানুন বিয়েটা আপনার নিজের জন্য কতটা জরুরি।
৫. বন্ধুদের সঙ্গে সময় কাটাতে শুরু করুন। তা হলেও একাকীত্ব কিছুটা হলেও কাটবে।..
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন