বরগুনার পাথরঘাটা বিআরটিসি বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত; থানায় মামলা

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় আবুল কালাম নামে মটরসাইকেল আরোহী নিহত এবং তৈয়ব আলী নামে মটরসাইকেল চালকের একটি পা হারানোর ঘটনায় মামলা হয়েছে। গত ২৭ জানুয়ারি গুরুতর আহত তৈয়ব আলীর নানা রুস্তম আলী মোল্লা বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলাটি দায়ের করেন।

নিহত ও আহতের বাড়ি মঠবাড়িয়া থানার বুখইতলা বান্ধবপাড়া গ্রামে। মামলায় ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে – পাথরঘাটা থানাধীন রায়হানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড শতকর বাজারের দক্ষিণ পাশে হাইওয়ে রাস্তার ওপর।

২৬ জানুয়ারির এ ঘটনায় বিআরটিসি ঢাকা মেট্রো-ব-১১-২০১২ বাস গাড়ীর অজ্ঞাতনামা ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আসামী করা হয়েছে।

পাথারঘাটা থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ২৮ ফেব্রুয়ারি বিআরটিসি বাসটি জামিন হয়েছে। বাস চালকের ঠিকানা দেওয়া সাপেক্ষে আদালত বিআরটিএ কর্তৃপক্ষের নিকট বাসটির জামিন দেয়। বাস চালক ইউসুফ মোল্লা খুলনা জেলার তেরখাদা উপজেলার তাইজেল মোল্লার পুত্র। এ ঠিকানা যাচাই বাছাই করার জন্য তেরখাদা থানায় একটি অনুসন্ধান স্লিপ (ই-এস) পাঠানো হয়েছে।