বরিশালে শান্তি সমাবেশ সফল করার লক্ষে যুবলীগের পস্তুতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর বরিশাল মহানগর শাখার শান্তি সমাবেশ সফল করার লক্ষে পস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আয়োজনে ২৩ জুন শুক্রবার রাত ৯ টায় নগরীর সদররোডস্থ সার্কিট হাউজের বিপরীতে অনুষ্ঠিত পস্তুতি সভায় বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক এম মেজবাহ উদ্দিন জুয়েল, আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, শাহিন সিকদার, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সদস্য অসীম দেওয়ান, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর সদস্য মারুফ হোসেন জিয়া,রোমেল,বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ(বাকসু) এর সাবেক ভিপি মোঃ মঈন তুষার সহ মহানগর আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা।
এসময় বরিশাল মহানগরের ৩০ টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের সাথে শান্তি সমাবেশ সফল করার লক্ষে পস্তুতি মূলক সভা করে নেতৃবৃন্দরা।এসময় ওয়ার্ড যুবলীগের নেতাকর্মের সাথে বরিশালের শান্তি সমাবেশ সফল করার লক্ষে নানান কর্মসূচী গ্রহন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন