বর্তমান প্রজন্মই স্মার্ট বাংলাদেশের – নওগাঁর নিয়ামতপুরে বল্লেন খাদ্য মন্ত্রী
নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বক্তব্যে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান প্রজন্মই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেব তিনি বলেন, শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, আধুনিক ও মানবিক পৃথিবী গড়ে তুলতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হবে। বর্তমান প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।
সোমবার (১০ জুলাই ) নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেটসমূহ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
সাধন চন্দ্র বলেন, ট্যাবলেট দিয়ে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব মানবতার প্রয়োজনে ব্যবহার করবে। মোবাইল বা ট্যাবে অনেক ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্রযুক্তির সুবিধা নিয়ে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।
মন্ত্রী বলেন, উন্নয়ন টেকসই করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারেরর ধারাবাহিকতা প্রয়োজন।
বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চাল রাখার জায়গা নেই সরকারি খাদ্য গুদামে। বিদেশ থেকে এক ছটাক চালও আমদানি করতে হবে না বলেও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন