বশেমুরবিপ্রবিতে চতুর্থ দিনের মতো চলছে আন্দোলন ; ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতীকী ফাঁসি ও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ধর্ষণবিরোধী প্লেকার্ড প্রদর্শন ও স্লোগান দিতে থাকে।
রবিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে গলায় ফাঁসির দড়ি পরানো হয়। এ সময় কালো কাপড় দিয়ে সকলের মুখ ঢেকে দেওয়া হয়। তারপর প্রতীকী ফাঁসির দড়ি নিয়ে ক্যাম্পাসজুরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এর আগে সকাল সকাল ৭ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় চতুর্থ দিনের আন্দোলন। ১০ টায় করা হয় সংবাদ সম্মেলন৷ সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ধর্ষকের শাস্তি নিশ্চিত ও হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।
এরপর বেলা ১২ টায় গোপালগঞ্জ জেলা পরিবারের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বশেমুরবিপ্রবিতে কর্মরত গোপালগঞ্জের কর্মকর্তা, কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। ধর্ষকদের সব্বোর্চ শাস্তির দাবি করারা পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচার দাবি করেন বক্তারা। এছাড়াও কতিপয় ধর্ষকদের জন্য পুরো গোপালগঞ্জবাসীকে দায়ী না করার অনুরোধ জানান তারা।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। পরেরদিন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ধর্ষকদের শাস্তির দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্হানীয়রা। এরপর থেকে আন্দোলন চলমান রয়েছে। ইতোমধ্যে ৬ জনকে আটক করেছে র্যাব যারা প্রাথমিকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন