বশেমুরবিপ্রবি গ্লোবাল এ্যাফেয়ার্স কাউন্সিলের নেতৃত্বে সুমন-গৌরব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের ২০২১-২২ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির নতুন সভাপতি কৃষি বিভাগের সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক ইইই বিভাগের অভ্রদীপ রায় গৌরব।
রবিবার (১৭ই এপ্রিল) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মর্তুজা আহমেদ ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ বিশ্বাসকে উপদেষ্টা করে ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও, কমিটিতর অন্যান্য সদস্যরা হলো যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন ও নাইমা সুলতানা স্বর্না, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সারাহ খান ও সাইমা সাজনীন শান্তা।
পরিচালনা পর্ষদে আছে কাজী ইফতি আরাফাত, বিপ্লব চক্রবর্তী, আবু বক্কর সিদ্দিক অনিক, জনি ইসলাম নাইম, মারুফ আহমেদ খান, আসান উল্লাহ, মাসুদুর রহমান মুন্না, আজিজুন নাহার, সোয়াদ খান ও আলো আক্তার।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছে কামরুন্নাহার মিম, হাবিবুর রহমান ও আহনাফ রহমান রূপক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন