বাঁশবাড়িয়ায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ ৩ পর্যটক

চট্টগ্রামে সীতাকুন্ডের বাশঁবাড়িয়া সি-বিচের সেই সাগরে ফের গোসল করতে নেমে নিখোঁজ হলেন তিন পর্যটক। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে দলবেঁধে সাগরে গোসল করতে নামার পর এ ঘটনা ঘটেছে। ওই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হাসান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুল ইসলাম (২৭), আলাউদ্দিন (২৫) ও ইয়াছিন (১৯) নামে তিনজন নিখোঁজ রয়েছেন। তারা সবাই চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ঝাউতলা এলাকার বাসিন্দা।

নিখোঁজদের স্বজনরা জানান, সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যরা মিলে আজ সকালে বাঁশবাড়িয়া বিচে বেড়াতে যান তারা। সেখানে দলবেঁধে পরিবারের সদস্যরা গোসল করতে নামেন। এ সময় ওই তিনজন সাগরের ঢেউয়ের সাথে হারিয়ে যান।

এদিকে, খবর পেয়ে স্থানীয় লোকজন সাগরে ইঞ্জিন বোট নিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে অপরাটের রুহুল আমিন জানান, সীতাকুন্ডের বাঁশবাড়িয়ায় সাগরে নিখোঁজ ৩ জন পর্যটককে উদ্ধারে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের ডুবুরী টিম কাজ করছে। চট্টগ্রামের রিজার্ভ শাখার ডুবুরী টিমও পথে আছে।

এর আগে গত ২২ জুন একই এলাকায় ঢাকার নারায়ণগঞ্জের দুই পর্যটক সাগরে ডুবে মারা যায়।