বাংলাদেশকে ৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

ডাব্লিউএফপি এবং আইওএমকে বাংলাদেশে তাদের কার্যক্রমের জন্য ৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৭৭ কোটি ৪৩ লাখ টাকা সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। আজ মঙ্গলবার ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ডাব্লিউএফপিকে প্রায় ৪ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। এ সহায়তার আওতায় কক্সবাজার, ঈশ্বরদী এবং পটুয়াখালী জেলায় কৃষি অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ কৃষকদের সঙ্গে বাজারের ব্যবস্থাপনা জোরদার করা হবে।

এদিকে, আইওএমকে প্রায় ৪ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ও স্থানীয় সম্প্রদায়ের জন্য গভীর নলকূপ স্থাপন, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম, চিকিৎসা সুবিধা এবং ল্যাট্রিনগুলোর রক্ষণাবেক্ষণে এ টাকা ব্যয় করা হবে।