বাংলাদেশি এই নারী ট্রেনে চড়ে করেছেন বিশ্ব জয়
বাংলাদেশে ২৭৩৮ কিলোমিটারের দীর্ঘ রেলপথ রয়েছে। সড়ক পথে যানজটের কারণে অনেকেরই পছন্দ রেলপথ। সেই সাথে এই পথে ভ্রমণ করলে নির্মল বাতাস ও হাঁটা-চলা করা যায়, যে সুযোগ সড়ক পথে পাওয়া যায় না। অনেক ভ্রমণ পিয়াসুদের প্রথম পছন্দের একটি যান হলো ট্রেন।
তবে আবার অনেকেই বিনা পয়সায় ভ্রমণ করতেও ট্রেনে চড়েন। বিনা টিকিটে ভ্রমণ করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উঠতে হয় ট্রেনের ছাদে, আবার দুই বগির মাঝ খানের ফাঁকা জায়গায়ও উঠেন অনেকেই। তেমনি একটি ছবি ধারণ করেছেন বাংলাদেশের বিখ্যাত আলোকচিত্রী জিএমবি আকাশ। আর সেই ছবিটি করেছে বিশ্ব জয়।
সম্প্রতি, লন্ডনের গ্রিনউইচে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ছবি প্রদর্শনী অনুষ্ঠান। যেখানে ট্রাভেল ফটোগ্রাফি ক্যাটাগরিতে আকাশের এই ছবিটি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। যা গত ১৪ বছরের রেকর্ড ভঙ্গ করেছে।
ছবিতে দেখা যায়, একজন নারী ট্রেনের দুই বগির মাঝে যে সংযোগ লাইন রয়েছে তার ওপর বসে একটি লোহা ধরে আছে। আর ট্রেনটি চলছে তীব্রগতিতে। সূত্র: বিবিসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন