বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ: ৫ সপ্তাহে ভারতীয় পুলিশ তদন্ত শেষ করল
ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের মামলার তদন্ত ৫ সপ্তাহের মধ্যেই শেষ করেছে বেঙ্গালুরুর পুলিশ।তদন্ত শেষ করে আদালতে এক হাজার ১৯ পৃষ্ঠার অভিযোগপত্রও দাখিল করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এতে তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করে ১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেন বেঙ্গারুরুর পুলিশ কমিশনার কমল পন্থ।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২২ বছর বয়সী ওই তরুণীকে যৌন নির্যাতনের পর ভিডিও ধারণের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জনই বাংলাদেশি। আর গ্রেফতার ১২ জনের মধ্যে দুইজন নারীও রয়েছেন। তবে তাদের বিস্তারিত জানানো হয়নি।
সিরিজ টুইটে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ। তিনি বলেন, মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করা হয়েছে এবং আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।
এসময় তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন পন্থ। তদন্তকারী দলের জন্য ১ লাখ রুপি পুরস্কার অনুমোদন দেওয়ার কথাও জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার।
উল্লেখ্য, গত মে মাসে নির্যাতনের শিকার হয় বাংলাদেশের ওই তরুণী। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন বলা হয়, ২২ বছর বয়সী ওই তরুণীকে নির্যাতনের পর গণধর্ষণও করা হয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন