পটুয়াখালীর কলাপাড়ায় করোনা প্রতিরোধে ডিসি’র সচেতনতামূলক সভা

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে রেখে কলাপাড়া উপজেলার অংশীজনের সাথে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা বিস্তার রোধে নির্দেশনা দেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম)।

গুরত্বপূর্ণ এ সভায় করোনা প্রতিরোধে পৌর শহর ও গ্রাম পর্যায় ওয়ার্ড ভিত্তিক কমিটি করে শনাক্ত হওয়া পরিবারের প্রতি চিকিৎসা, খাদ্য সহায়তাসহ সকল ধরনের সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হালদার, উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির প্রমুখ।

পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ূন কবির’র সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

সভায় বক্তারা চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারী নির্দেশনা মেনে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।