বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস।

রোববার (২৮ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটসকে স্বাগত জানিয়ে জিএম কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক।

বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয়ই আশাবাদ প্রকাশ করেন যে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

এ সময় মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান উপস্থিত ছিলেন।