বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/204944_bangladesh_pratidin_ahmed-jamal.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিেছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর আর্টিকল ৯(৩)(বি) ও ১২ (১)(বি) ধারা অনুযায়ী আহমেদ জামালকে পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী তিন বছর এ পদে বহাল থাকবেন।
জনস্বার্থে এ নিয়োগ শিগগিরই কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে ২০১৮ সালের মার্চে স্বেচ্ছায় অবসর নেওয়া ও অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান আহমেদ জামাল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন