বাংলাদেশ সীমান্তে বেড়েছে বিএসএফ, নিরাপত্তা জোরদার ভারতের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/1733398567.bsf_.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের ৮ সীমান্তবর্তী জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এ বিষয়ে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা বলেছেন, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর -এই আট জেলার সঙ্গে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভারত-বাংলাদেশের সীমান্তের কাঁটাতারবিহীন এলাকায় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, উত্তরবঙ্গের এই ৮ জেলায় রয়েছে ১ হাজার ৯৩৭ কিলোমিটার বাংলাদেশ সীমান্ত। সেই সীমান্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে। থার্মাল ক্যামেরা, নাইটভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। সীমান্তের ভারতীয় অংশের চেকপোস্টে বসানো হয়েছে বায়োমেট্রিক লক সিস্টেম।
এছাড়া তিনি আরও জানিয়েছেন, সীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পাওয়া গেছে। খুব দ্রুতই কাঁটাতার লাগানোর কাজ শুরু হবে।
বিএসএফ’র তথ্য মতে, উত্তরবঙ্গের আট জেলার ভারত – বাংলাদেশ সীমান্তের ১০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নেই।
বাহিনীর তথ্য মতে, ২০২৩ সালে উত্তরবঙ্গের ৮ জেলার সীমান্ত থেকে মোট ১২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল বিএসএফ। আর চলতি বছর ১৯৪ জন বাংলাদেশি এবং ১৯৭ জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিনজন রোহিঙ্গাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এমন আবহে বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি। সম্ভবত ১০ ডিসেম্বর ঢাকায়, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন