বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকাল সোয়া ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করে।
নিহত নোমান নবম শ্রেণি ও তুহিন একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
সুবজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এই দুই শিক্ষার্থী নিজেরাই বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে এই দুই শিক্ষার্থী খিলগাঁও ফ্লাইওভারের সবুজবাগ অংশে দ্রুত চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি জানান, এই দুই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন