বাগেরহাটের শরণখোলায় কালোবাজারে জেলেদের চাল বিক্রির দায়ে গ্রাম পুলিশসহ আটক-২
বাগেরহাটের শরণখোলায় আমড়াগাছিয়া বাজারে (১ নভেম্বর) মঙ্গলবার সকালে কালোবাজারে জেলেদের ১ টন চাল বিক্রির সময় একজন গ্রাম পুলিশসহ ২ জনকে আটক করা হয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের কামাল হোসেনের দোকানে অভিযান চালিয়ে ১৯ বস্তায় ১ টন চাল জব্দ করা হয়। এ সময় ধানসাগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নজরুল ইসলাম স্বপন ও দোকানদার কামাল হোসেনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাযায়, জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল কালোবাজারে বিক্রি ও মজুদ করে রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে ১ টন চাল জব্দ করা হয়েছে। চাল কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার দায়ে একজন গ্রাম পুলিশসহ দোকানদারকে আটক করা হয়।
পরে জব্দকৃত চাল ও আটক দুইজনকে শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে।
চাল আটকের ঘটনায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শেখ সিরাজুল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করবেন বলে জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন