বাগেরহাটের শরণখোলায় কালোবাজারে জেলেদের চাল বিক্রির দায়ে গ্রাম পুলিশসহ আটক-২

বাগেরহাটের শরণখোলায় আমড়াগাছিয়া বাজারে (১ নভেম্বর) মঙ্গলবার সকালে কালোবাজারে জেলেদের ১ টন চাল বিক্রির সময় একজন গ্রাম পুলিশসহ ২ জনকে আটক করা হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের কামাল হোসেনের দোকানে অভিযান চালিয়ে ১৯ বস্তায় ১ টন চাল জব্দ করা হয়। এ সময় ধানসাগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নজরুল ইসলাম স্বপন ও দোকানদার কামাল হোসেনকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাযায়, জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল কালোবাজারে বিক্রি ও মজুদ করে রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে ১ টন চাল জব্দ করা হয়েছে। চাল কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার দায়ে একজন গ্রাম পুলিশসহ দোকানদারকে আটক করা হয়।

পরে জব্দকৃত চাল ও আটক দুইজনকে শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে।

চাল আটকের ঘটনায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শেখ সিরাজুল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করবেন বলে জানান।