বাগেরহাটের শরণখোলায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/09/পানিতে-ডুবে-মৃত্যু.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাগেরহাটের শরণখোলায় পুকুরে পড়ে খাদিজা আক্তার নামে আড়াই বছর বয়সী এক শিশু মারা গেছে।
শনিবার (১১মার্চ) সকাল ১১টার দিকে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধানাসগর ইউনিয়নের নলবুনিয়ার পহলানবাড়ি গ্রামে। নিহত খাদিজা পহলানবাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক এবং ওই বাজারের ব্যবসায়ী তানভীর আহমেদ মিজান খানের মেয়ে।
নিহতের স্বজন মো. মাহফুজ হাওলাদার জানান, শিশুটির বাবা সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। মা মাহফুজা আক্তার মাহিন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে খাদিজা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বিপ্লব সাধক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন