বাগেরহাটের শরণখোলায় রাতের আধারে সুর্যমুখী ক্ষেত বিনষ্ট, কৃষকের স্বপ্নভঙ্গ
বাগেরহাটের শরণখোলায় রাতের আধারে কৃষকের সুর্যমূখী ক্ষেতের বিপুল পরিমাণ সুর্যমূখী ফুলগাছ কেটে ফেলা হয়েছে।
জানাযায়, পূর্ব শত্রুতার জেরে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাতে।
ক্ষতিগ্রস্ত কৃষক মাষ্টার আবুল কালাম বলেন, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহায়তায় নিজের জমিতে সুর্যমূখী তৈলবীজের চাষ করি। এবছর সুর্যমূখীর ভালো ফলন হয়েছে এবং ফুল পেকে বীজ সংগ্রহের সময় হয়েছে। মঙ্গলবার রাতে কে বা কারা তার খেতে ঢুকে প্রায় দুই শতাধিক সুর্যমূখী গাছ কেটে ফেলেছে। এতে তার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তার নিকট প্রতিবেশী প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ঐ কৃষক জানিয়েছেন।
এদিকে শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, সুর্যমুখী গাছ কেটে ফেলায় কৃষকের ২৫/৩০ হাজার টাকার তৈলবীজের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন