বাগেরহাটের শরনখোলায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলায় জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য বৃন্দের সাথে শিক্ষার মানোন্নয়নে করনীয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল মাঠে নির্বাহী কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দীন আকন শান্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, বিআরডিবির চেয়ারম্যান এম সাইফুল ইসলাম খোকন, তাফালবাড়ী কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান খান ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন রায়েন্দা পাইলট হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ বদিউজ্জামান বাদল। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে সকল শিক্ষকদের আন্তরিকতার সহিত পাঠদানের আহবান জানান।

এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের রাজস্ব খাতের ১% অর্থায়নে ভুট্টা প্রদর্শণীর উদ্বোধন করেন এবং পরে উপজেলার ৪ ইউনিয়নের ১০০ জন ভুট্টা চাষীর মধ্যে বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন।