বাগেরহাটে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা
বাগেরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি এম এ সালামের গাড়িবহরে হামলা করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে তিনি চারটি মাইক্রোবাসে নেতাকর্মীদের নিয়ে শহরের পিসি কলেজ এলাকা দিয়ে পাঁচ রাস্তার মোড় এলাকায় পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালামের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন মোটরসাইকেল নিয়ে এসে তাদের ওপর অতর্কিত হামলা করেছে। হামলায় জেলা ছাত্রদলের নেতা মারুফ খান, পৌর শ্রমিক নেতা নিয়ামুল কবির, জেলা ছাত্রদল নেতা রাহুল, শেখ রনি ,বিএনপি নেতা আজমাইল সেখ ও পৌর যুবদল নেতা মনিরুজ্জামান ও নাসির উদ্দিন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত মারুফ খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর হামলাকারীরা শহরের সরুই এলাকায় বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করেছে বলেও তিনি অভিযোগ করেন।
এম এ সালাম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কোনো কার্যক্রমই পরিচালনা করতে পারছি না। ভোটারদের কাছে যেতে বাধা দেয়া হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাচ্ছি না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন