বাজেট বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রীর ভুল
২০১৭-১৮ অর্থবছরের বাজেট অধিবেশন চলছে জাতীয় সংসদে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে অনুমতি নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
কিন্তু বাজেট বক্তৃতার গোড়াতেই ভুল করলেন অর্থমন্ত্রী! অর্থমন্ত্রী উঠে দাঁড়িয়ে ১৯১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেন। পরক্ষণেই স্পিকার তাঁর এই ভুল সংশোধন করে দেন। বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট। পরে অর্থমন্ত্রী ভুল সংশোধন করে নেন।
এর আগে বৃহস্পতিবার সকালে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
জাতীয় সংসদে চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে তিনি চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন